ইনফ্রারেড হিটিং বাল্ব ( Infrared Heat Bulb ) বাচ্চা ব্রুডিং এর সহজ সমাধান
ইনফ্রারেড ব্রুডিং লাইট/ ইনফ্রারেড হিট বাল্ব/ ইনফ্রারেড হিটিং বাল্ব/ ইনফ্রারেড ব্রুডিং লাইটঃ
- মুরগি, হাঁস, কোয়েল, কবুতর, বাজেরিগার সহ সকল পাখি এবং গরু ও ছাগলের বাচ্চা ব্রুডিং এবং শীতে খামার গরম রাখার সবচেয়ে সস্তা আর সহজ পদ্ধতি হচ্ছে ইনফ্রারেড হিটিং (Infrared Heating Bulb) বাল্ব পদ্ধতি।
- ইনফ্রারেড লাল লাইট মুরগীর প্রতি সংবেদনশীল এবং খাদ্য ও পানি গ্রহনের পরিমান বৃদ্ধি করে
- এটি ফাংগাস ও ছত্রাক সংক্রমন প্রতিরোধে সহায়তা করে এবং মুরগীকে বিভিন্ন রোগ জীবানুর প্রকোপ থেকে রক্ষা করে
- ইনফ্রারেড লাইট মুরগীর ঠোকরা-ঠুকরী বন্ধ করে
- অতিরিক্ত ঠান্ডা এবং আদ্রতার কারণে মুরগীর শরীরে সৃষ্ট বিভিন্ন ব্যথা ও যন্ত্রনা উপশমের জন্য ইনফ্রারেড লাইট ব্যবহার হয়
- ইনফ্রারেড তাপের বিকিরণ মুরগীর চামড়ার গভীরে ঢুকে রক্তনালীতে ছড়িয়ে পড়ে এবং রক্তের সন্চালন বৃদ্ধি করে
- ইনফ্রারেড তাপের বিকিরণ মুরগীর মাংসপেশীর ইনজুরি ভালো করতে সহায়তা করে
- ইনফ্রারেড লাইট ব্যবহারে বিদ্যুৎ খরচ ৩০-৫০% কম লাগে।
OVERVIEW
পোল্ট্রি ফার্মিং-এ লাইটিং এবং তাপমাত্রার একটি গুরুত্বপূর্ণ বিষয়। আলোর সঠিক ব্যবস্থাপনার ফলে একদিকে যেমন অনেক সমস্যা থেকে নিরাপদ থাকা যায় অন্যদিকে খামারীর কাংখিত উৎপাদন নিশ্চিত হয়। আর এসব বিবেচনায় রেখে “Vet Shop Bangladesh” নিয়ে এলো সিরামিক এবং ইনফ্রারেড হিট বাল্ব।
ইনফ্রারেড হিটিং বাল্ব ( Infrared Heat Bulb ) বাচ্চা ব্রুডিং এর সহজ সমাধান
দেশের পোল্ট্রি খামারীরা অধিকাংশ ক্ষেত্রে সাধারণমানের লাইট অথবা গ্যাস দিয়ে ব্রুডিং করে থাকেন। তবে ইনফ্রারেড হিট বাল্ব রুডিং এর সময়কালে অধিক কার্যকরী ভূমিকা পালনে সক্ষম। সামনে শীত মৌসুম।এসময় ইনফ্রারেড হিট বাল্ব অধিক কার্যকরী এবং নিরাপদ। সুলভ মূল্যে খামারিদের এই Ceramic Heat Bulb এবং Infrared Heat Bulb দিচ্ছে “Vet Shop Bangladesh”
মোবাইল : 01775662647 এবং 01684163831
ইনফ্রারেড হিট বাল্ব কি কি কাজে ব্যবহার করা যাবে?
বাচ্চা ব্রুডিং সময়কালীন:
- শীতে গ্যাস ব্রুডিং এর চেয়ে লাইট ব্রুডিং অধিক কার্যকরী এবং নিরাপদ, যদি ইনফ্রারেড লাইট দিয়ে ব্রুডিং করা যায়
- ইনফ্রারেড লাইট বাচ্চার নাভি-কাচা রোগ প্রতিরোধ করে
- শীতে বাচ্চার গাদাগাদি প্রতিরোধ করে এবং বাচ্চার মৃত্যুহার কমায়
- ইনফ্রারেড লাইট উপযুক্তমাত্রার আরামদায়ক তাপ উৎপন্ন করে
- ইনফ্রারেড লাইট বাচ্চার শরীরকে সবসময় গরম রাখে এবং সবধরনের ধকল থেকে বাচ্চাকে রক্ষা করে
কোয়েল খামারেঃ
- প্রচণ্ড শীতে কোয়েল খামারের তাপমাত্রা বজায় রাখতে।
- কোয়েল পাখিকে ঠান্ডার হাত থেকে বাঁচাতে।
- ডিমের অধিক উৎপাদন ধরে রাখতে এবং উৎপাদন বাড়াতে সহায়তা করে।
- ডিমের হ্যাচিং রেট এবং ফার্টিলিটি/উর্বরতার হার বৃদ্ধিতে।
প্যারেন্ট ষ্টক:
- ইনফ্রারেড লাইট মুরগীর প্রজনন প্রক্রিয়াকে তরান্বিত করে। ডিমের ফার্টিলিটি%, হ্যাচাবিলিটি% ও ডিমের ওজন বৃদ্ধি করতে ইনফ্রারেড লাল লাইট ভালো কাজ করে
- ব্রিডার মোরগ-মুরগীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করতে ইনফ্রারেড লাল আলো অধিক কার্যকর।
লেয়ার এবং সোনালী মুরগী:
- লেয়ার বা সোনালী মুরগীর ক্যানাবলিজম বন্ধ করতে ইনফ্রারেড লাইট ব্যবহার করা হয়
- মুরগীর ঠোকরা-ঠোকরী, ফেদার পিকিং, ভেন্ট পিকিং শুরু করলে শেডে লাল আলো তথা ইনফ্রারেড লাইট দিয়ে দিন। দ্রুত এদের ক্যানাবলিজম বন্ধ হয়ে যাবে।
ইনফ্রারেড হিট বাল্ব ব্যবহারের উপকারিতা:
- মুরগি, হাঁস, কোয়েল, কবুতর, বাজেরিগার সহ সকল পাখি এবং গরু ও ছাগলের বাচ্চা ব্রুডিং এবং শীতে খামার গরম রাখার সবচেয়ে সস্তা আর সহজ পদ্ধতি হচ্ছে ইনফ্রারেড হিটিং বাল্ব পদ্ধতি।
- ইনফ্রারেড লাল লাইট মুরগীর প্রতি সংবেদনশীল এবং খাদ্য ও পানি গ্রহনের পরিমান বৃদ্ধি করে
- এটি ফাংগাস ও ছত্রাক সংক্রমন প্রতিরোধে সহায়তা করে এবং মুরগীকে বিভিন্ন রোগ জীবানুর প্রকোপ থেকে রক্ষা করে
- ইনফ্রারেড লাইট মুরগীর ঠোকরা-ঠুকরী বন্ধ করে
- অতিরিক্ত ঠান্ডা এবং আদ্রতার কারণে মুরগীর শরীরে সৃষ্ট বিভিন্ন ব্যথা ও যন্ত্রনা উপশমের জন্য ইনফ্রারেড লাইট ব্যবহার হয়
- ইনফ্রারেড তাপের বিকিরণ মুরগীর চামড়ার গভীরে ঢুকে রক্তনালীতে ছড়িয়ে পড়ে এবং রক্তের সন্চালন বৃদ্ধি করে
- ইনফ্রারেড তাপের বিকিরণ মুরগীর মাংসপেশীর ইনজুরি ভালো করতে সহায়তা করে
- ইনফ্রারেড লাইট ব্যবহারে বিদ্যুৎ খরচ ৩০-৫০% কম লাগে।
মোবাইল : 01775662647 এবং 01684163831
আপনার ফার্মে কতগুলো বাল্ব লাগবে তার হিসাবঃ
প্রতি ৭৫ থেকে ১০০ বর্গফুট জায়গার জন্য ১ টি বাল্ব লাগে।
বাল্ব ২ ধরনেরঃ
- সিরামিক হিট বাল্ব (২০০ ওয়াট) –শুধু তাপ দিবে,আলো দিবে না।
- ইনফ্রারেড হিট বাল্ব (২০০ ওয়াট) –আলো এবং প্রচুর তাপ দিবে।
মোবাইল : 01775662647 এবং 01684163831
প্রতি পিচ বাল্বের দামঃ
- সিরামিক হিট বাল্ব – ৪৫০ টাকা।
- ইনফ্রারেড হিট বাল্ব - ৫৫০ টাকা।
- সিরামিকের হোল্ডার - ৫০ টাকা।
সারাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেয়া যাবে।
মোবাইল : 01775662647 এবং 01684163831
কুরিয়ার চার্জ -১৫০ টাকা। ( যত পিচ খুশি এই একই খরচে নিতে পারবেন)
অর্ডার করতে কল করুনঃ
“Vet Shop Bangladesh”
কৃষি মার্কেট,মোহাম্মদপুর,ঢাকা।
মোবাইল : 01775662647 এবং 01684163831
Online Shop: www.vetshopbd.com
ই-মেইল : sonalikrishi2019@gmail.comন
RELATED PRODUCTS
REVIEWS
Marquis Turvaville –
You’re so interesting! I don’t think I’ve read through a single thing like that before. So nice to discover somebody with genuine thoughts on this subject. Seriously.. thanks for starting this up. This website is something that’s needed on the internet, someone with some originality!